Tuesday, September 25, 2018

সূতার কাউন্ট


কাউন্ট বা সুক্ষতাঃ সূতা কতটুকু মোটা বা চিকন তার পরিমাপই হলো কাউন্ট। দুই ধরণের কাউন্ট পদ্ধতি রয়েছে
          (ক) ডিরেক্ট সিস্টেম
          (খ) ইনডিরেক্ট সিস্টেম
কটন বা তুলার ক্ষেত্রে সাধারণত ইনডিরেক্ট সিস্টেম ব্যবহৃত হয় যাকে বলা হয় ইংলিশ কাউন্ট। যদি ৮৪০ গজ সূতাকে একসাথে জড়ানো হয় তাহলে তাকে বলে এক হেংক। এক পাউন্ড ওজনের সূতা হতে এরকম যতগুলো হেংক লাগবে ততই হবে সেই সূতার ইংলিশ কাউন্ট। কটন ফাইবার দিয়ে ১০ থেকে ৮০ কাউন্ট পর্যন্ত সূতা বানানো যায়। তবে সচরাচর ২০,২৪,৩০,৩২,৩৬,৪০ প্রভৃতি কাউন্টের সূতা বানানো হয়।
আমাদের মনে রাখতে হবে সূতার কাউন্ট যত বেশি হবে সূতা তত চিকন হবে। অর্থাৎ ২০ এবং ৩০ কাউন্টের মধ্যে চিকন হলো ৩০ কাউন্ট।
(২) টুইস্ট বা পাকঃ সূতা তৈরীর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো টুইস্ট বা পাক দেয়া। পাক দিলে সূতার শক্তি বাড়ে। সূতার পাক পরিমাপের একক হলো টিপিআই। এক ইঞ্চি সূতার মধ্যে যতগুলো পাক থাকে ততো হলো তার টিপিআই। সূতা যত যত চিকন হবে তত বেশী পাক দিতে হবে। যেমন ৩০ কাউন্টের একটি সূতায় প্রতি ইঞ্চিতে প্রায় ২২ টি পাক থাকে অন্যদিকে আরো চিকন ৪০ কাউন্টের সূতা বানাতে ইঞ্চিতে প্রায় ২৫ টি পাক প্রয়োজন হয়।  
(৩) স্ট্রেংথ বা শক্তিঃ সূতার শক্তি পরিমাপের একক হলো সিএসপি। সিএসপি সাধারণতঃ ১৮০০ থেকে ২২০০ এর মধ্যে থাকে। সূতার সিএসপি যত বেশী হবে সূতা তত শক্তিশালী হবে।

1 comment:

  1. আপনার ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমি এটা খুব পছন্দ. আমি তথ্য পেয়ে খুব খুশি। এটি একটি পরীক্ষা করা খুব প্রয়োজন.

    কিনসান ইন্সট্রুমেন্টস কোং, লিমিটেড একটি বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় টেক্সটাইল টেস্টিং যন্ত্র প্রস্তুতকারক। ল্যাবরেটরি টেস্টিং ইন্সট্রুমেন্ট ডেভেলপিং এবং ম্যানুফ্যাকচারিং এ ফোকাস করুন: টেক্সটাইল ফ্যাব্রিক টেস্টিং ইন্সট্রুমেন্ট, মাস্ক প্রোটেক্টিভ ক্লোথিং টেস্টিং ইকুইপমেন্ট, টেক্সটাইল ফ্যাব্রিক অ্যাব্রেশন টেস্টার, অ্যাক্সিলারেটেড ওয়েদারিং টেস্টার, জারা চেম্বার...

    ওয়েব: https://www.testerinlab.com/

    ReplyDelete