কাউন্ট বা সুক্ষতাঃ সূতা কতটুকু মোটা
বা চিকন তার পরিমাপই হলো কাউন্ট। দুই ধরণের কাউন্ট পদ্ধতি রয়েছে
(ক)
ডিরেক্ট সিস্টেম
(খ)
ইনডিরেক্ট সিস্টেম
কটন বা তুলার ক্ষেত্রে সাধারণত ইনডিরেক্ট সিস্টেম
ব্যবহৃত হয় যাকে বলা হয় ইংলিশ কাউন্ট। যদি ৮৪০ গজ সূতাকে একসাথে জড়ানো হয় তাহলে
তাকে বলে এক হেংক। এক পাউন্ড ওজনের সূতা হতে এরকম যতগুলো হেংক লাগবে ততই হবে সেই
সূতার ইংলিশ কাউন্ট। কটন ফাইবার দিয়ে ১০ থেকে ৮০ কাউন্ট পর্যন্ত সূতা বানানো যায়।
তবে সচরাচর ২০,২৪,৩০,৩২,৩৬,৪০ প্রভৃতি কাউন্টের সূতা বানানো হয়।
আমাদের মনে রাখতে হবে সূতার কাউন্ট যত বেশি হবে সূতা তত
চিকন হবে। অর্থাৎ ২০ এবং ৩০ কাউন্টের মধ্যে চিকন হলো ৩০ কাউন্ট।
(২) টুইস্ট বা পাকঃ সূতা তৈরীর ক্ষেত্রে একটি
গুরুত্বপূর্ণ কাজ হলো টুইস্ট বা পাক দেয়া। পাক দিলে সূতার শক্তি বাড়ে। সূতার পাক
পরিমাপের একক হলো টিপিআই। এক ইঞ্চি সূতার মধ্যে যতগুলো পাক থাকে ততো হলো তার
টিপিআই। সূতা যত যত চিকন হবে তত বেশী পাক দিতে হবে। যেমন ৩০ কাউন্টের একটি সূতায়
প্রতি ইঞ্চিতে প্রায় ২২ টি পাক থাকে অন্যদিকে আরো চিকন ৪০ কাউন্টের সূতা বানাতে
ইঞ্চিতে প্রায় ২৫ টি পাক প্রয়োজন হয়।
(৩) স্ট্রেংথ বা শক্তিঃ সূতার শক্তি পরিমাপের একক
হলো সিএসপি। সিএসপি সাধারণতঃ ১৮০০ থেকে ২২০০ এর মধ্যে থাকে। সূতার সিএসপি যত বেশী
হবে সূতা তত শক্তিশালী হবে।